গাজীপুরের কালীগঞ্জ পৌরসভা এলাকায় ৮টি অবৈধ ইটভাটাকে ৬২ লাখ টাকা জরিমানা করেছেন পরিবেশ অধিদফতরের ভ্রাম্যমাণ আদালত। সোমবার (৭ ডিসেম্বর) দিনব্যাপী ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন পরিবেশ অধিদফতরের (সদর দফতর) মনিটরিং অ্যান্ড এনফর্সমেন্ট উইংয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজি তানভির আহমেদ।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, কালীগঞ্জ পৌর এলাকার বিভিন্ন এলাকায় অবৈধ ইটভাটাবিরোধী অভিযান চালান পরিবেশ অধিদফতরের ভ্রাম্যমাণ আদালত। অভিযানে মূলগাঁও এলাকায় ফারুক মিয়ার মালিকানাধীন মেসার্স ফারুক ট্রেডার্স (এমএসএম ব্রিকস) নামে ছয়টি অবৈধ ইটভাটাকে ৫০ লাখ টাকা জরিমানা করা হয়। এ ছাড়া গোনাপাড়া এলাকায় নিরঞ্জন ঘোষের মালিকানাধীন মেসার্স আরসিজি ব্রিকসকে ছয় লাখ টাকা ও আমিনুল ইসলাম আরিফের মালিকানাধীন মেসার্স উমামা ব্রিকসকে ছয় লাখ টাকা জরিমানা করা হয়। এ সময় ফায়ার সার্ভিসের কর্মীরা এসব ইটভাটার আগুন নেভান এবং ভেকু মেশিন দিয়ে ভাটাগুলো ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়।
অভিযানকালে গাজীপুর পরিবেশ অধিদফতরের উপ-পরিচালক মো. আব্দুস সালাম সরকার, রিসোর্স অফিসার মো. আশরাফ উদ্দিন, সহকারী পরিচালক মো. মমিন ভূঁইয়া, পরিদর্শক শেখ মোজাহীদ ও দিলরুবা আক্তার, র্যাব-১, পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ