খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় জাকির হোসেন (৫০) নামে একজন ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে। এ বছর খুলনায় এই প্রথম ডেঙ্গু রোগীর মৃত্যু হলো।
মঙ্গলবার বেলা ১১ টার দিকে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের চিকিৎসক ডা. শৈলেন্দ্রনাথ বিশ্বাস জানান, পিরোজপুর জেলার জিয়ানগর এলাকার ডেঙ্গু রোগী মো. জাকির হোসেনকে গত ২৬ নভেম্বর খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন