নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানাতে বরিশালে মুক্তিযুদ্ধকালীন পাকিস্তানি বাহিনীর ব্যবহৃত বাঙ্কার ও টর্চার সেল সংস্কার ও সংরক্ষণ কাজের উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার বিকেলে নগরীর বান্দ রোডের পানি উন্নয়ন বোর্ডের (ওয়াপদা) কলোনি এলাকায় বাঙ্কার ও টর্চার সেল সংস্কার ও সংরক্ষণ প্রকল্পের উদ্বোধন করা হয়। সিটি মেয়র সাদিক আবদুল্লাহ সংস্কার ও সংরক্ষণ প্রকল্পের উদ্বোধন করেন।
এ সময় বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. ছাদেকুল আরেফিন, মেট্রো পুলিশ কমিশনার মো. শাহাবুদ্দিন খান ও পুলিশ সুপার মো. সাইফুল ইসলামসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মুক্তিযুদ্ধ জাদুঘর, ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক, বরিশাল মুক্তিযোদ্ধা সংসদ, বরিশাল সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদ এই বাঙ্কার ও টর্চার সেল সংস্কার ও সংরক্ষণ প্রকল্পে সহযোগিতা করে।
১৯৭১ সালে মুক্তিযুদ্ধ চলাকালীন বরিশালের নিরস্ত্র বাঙালি নারী-পুরুষদের ধরে এনে এই টর্চার সেলে নির্মম নির্যাতন করা হতো। মুক্তিযুদ্ধে হানাদারদের নির্মমতার সাক্ষী এই টর্চার সেল এবং বাঙ্কারটি অযত্ন-অবহেলায় প্রায় ধ্বংস হয়ে গিয়েছিল।
স্থানীয় সাংস্কৃতিক অঙ্গনের দাবির মুখে সিটি করপোরেশন ওয়াপদা কলোনির প্রায় ১ একর ৩০ শতাংশ জমিতে প্রায় সাড়ে ৩ কোটি টাকা ব্যয়ে এই টর্চার সেল ও বাঙ্কার সংস্কার করে। মঙ্গলবার বরিশাল মুক্ত দিবসে টর্চার সেল ও বাঙ্কার সংস্কার ও সংরক্ষণ কাজের উদ্বোধন করা হয়।
বিডি প্রতিদিন/এমআই