এখন মানুষ ইউনিয়ন পরিষদের গ্রাম আদালতে সঠিক বিচার পাওয়ায় আদালতে কম যাচ্ছে। এতে করে অনেক মানুষের সময় অপচয় ও দুর্ভোগ কমেছে বলে মন্তব্য করেছেন ঢাকা জেলা প্রশাসক (ডিসি) শহীদুল ইসলাম।
বুধবার দুপুরে সাভার উপজেলার আশুলিয়া ইউনিয়ন পরিষদের ডিজিটাল সেবাসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজ পরিদর্শন শেষে তিনি একথা বলেন।
শহীদুল ইসলাম বলেন, ঢাকা জেলায় যত খাস জমি দখল আছে সেগুলো সব উদ্ধার করা হবে।
উন্নয়ন কাজ পরিদর্শন শেষে তিনি ইউপি সদস্যদের সঙ্গে মতবিনিময় ও দুস্থদের মাঝে শীত বস্ত্র এবং প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ারম্যান বিতরণ করেন।
অনুষ্ঠানে সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম আরা নীপা, সাভার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল মাহফুজ, আশুলিয়া সহকারী কমিশনার (ভূমি) জাহিদ হাসান প্রিন্স, আমিনবাজার সহকারী কমিশনার (ভূমি) হ্যাপি দাস, আশুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহাব উদ্দিন মাদবর সহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/আরাফাত