সাভারের আশুলিয়ায় হত্যাচেষ্টা মামলায় কিশোর গ্যাংয়ের দুই সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (৯ ডিসেম্বর) বিকেল আশুলিয়ার ডেন্ডাবর ১০ তলার সামনে থেকে একজন ও এর আগে সোমবার (৭ ডিসেম্বর) রাতে অপর একজনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতাররা হলেন- শরীয়তপুর জেলার জাজিরা থানার ডোবাডাঙ্গা গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে আসাদ হোসেন (১৭) ও খুলনা জেলার খানজাহান আলী থানার গিলাতলা গ্রামের মৃত শেখ হাসানের ছেলে হৃদয় (১৬)। তারা উভয়ে আশুলিয়ার ডেন্ডাবর উত্তরপাড়া এলাকায় ভাড়া বাসায় থাকতো।
এ ব্যাপারে আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) হারুন-অর-রশিদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে হত্যাচেষ্টা মামলার দুই আসামিকে গ্রেফতার করা হয়েছে। তাদের মধ্যে একজনকে মঙ্গলবার (৮ ডিসেম্বর) দুপুরে আদালতে পাঠানো হয়েছে। অন্যজনকে আগামীকাল বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) পাঠানো হবে।
তিনি আরও বলেন, গত ১৭ নভেম্বর রাতে আশুলিয়ার পল্লীবিদ্যুৎ এলাকার ব্যবসায়ী মিজানুর রহমান ও তার ছেলে মাহবুবুর রহমানকে কুপিয়ে গুরুতর জখম করা হয়। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়। এ ঘটনার সঙ্গে জড়িত সবাইকে গ্রেফতারের চেষ্টা চলছে। খুব শিগগিরই তাদের গ্রেফতার করতে সক্ষম হবো।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ