স্বাস্থ্য সহকারীদের লাগাতার ধর্মঘটের মধ্যেও আগামী ১২ ডিসেম্বর থেকে সারা দেশে শুরু হচ্ছে দেড় মাসব্যাপী হাম-রুবেলা টিকাদান কার্যক্রম। স্বাস্থ্য সহকারীদের ধর্মঘট প্রত্যাহার না হলে বিকল্প ব্যবস্থায় এই টিকাদান কার্যক্রম চলানো হবে বলে সরকারের সিদ্ধান্তের কথা জানিয়েছেন বরিশালের সিভিল সার্জন। ৯ মাস থেকে ১০ বছর বয়সের শিশুদের এই টিকা দেয়া হবে।
বৃহস্পতিবার বিকেল ৩টায় বরিশাল সিভিল সার্জন কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সিভিল সার্জন ডা. মো. মনোয়ার হোসেন। তিনি আরও বলেন, ধর্মঘটি স্বাস্থ্য সহকারীদের সাথে আলোচনা চলছে। ১২ ডিসেম্বরের আগে স্বাস্থ্য সহকারীরা তাদের ধর্মঘট প্রত্যাহার না করলে বিকল্প ব্যবস্থায় এবার হাম-রুবেলার টিকা দেয়ার কার্যক্রম বাস্তবায়ন করা হবে।
কমিউনিটি ক্লিনিক হেলথ প্রোভাইডার ও পরিবার কল্যান সহকারী এবং স্টাফ নার্সদের মাধ্যমে এই কর্মসূচি বাস্তবায়নের পরিকল্পনা করা হয়েছে।
১২ ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া পর্যন্ত এই কর্মসূচি চলবে ২৪ জানুয়ারি পর্যন্ত। বরিশাল জেলার ১০ উপজেলায় ৫ লাখ ৪২ হাজার ৬শ ৪৯ জন শিশুকে এক ডোজ এমআর (হাম-রুবেলা) দেয়া হবে। জেলার ৮৭টি ইউনিয়নের ২৬১টি ওয়ার্ডে ৬ হাজার ৮শ ৪টি টিকাদান কেন্দ্রে মোট ২০ হাজার ৪শ ১২ জন স্বেচ্ছাসেবক এই টিকাদান কর্মসূচি বাস্তবায়ন করবে বলে জানিয়েছেন সিভিল সার্জন ডা. মো. মনোয়ার হোসেন।
নিয়োগ বিধি সংশোধন ও বেতন আপগ্রেডেশনের দাবিতে গত ২৬ নভেম্বর থেকে সারা দেশে ২৬ হাজার স্বাস্থ্য সহকারী অনির্দিষ্টকালের কর্মবিরতি পালন করছে। গত ৫ ডিসেম্বর সারা দেশে হাম-রুবেলার টিকা কার্যক্রম শুরু হওয়ার কথা থাকলেও স্বাস্থ্য সহকারীদের ধর্মঘটের কারণে এই কার্যক্রম বিলম্বিত হয়।
বিডি প্রতিদিন/আল আমীন