প্রয়াত শফিউল বারী বাবুকে স্মরণ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, শফিউল বারী বাবু একজন জাতীয়তাবাদী আদর্শের দক্ষ সংগঠক ছিলেন। দেশের চরম ক্রান্তিলগ্নে তিনি স্বেচ্ছাসেবক দলকে সুসংগঠিত করে দেশের গণতন্ত্র ও ভোটাধিকার প্রতিষ্ঠার সংগ্রামে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন। দলের প্রতি তার অবদান আজীবন স্মরণে রাখবে বিএনপি।
সোমবার ছাত্র নেতা ও জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সভাপতি প্রয়াত শফিউল বারী বাবুর স্ত্রী-সন্তানদের সঙ্গে সাক্ষাৎ করতে ইস্কাটনের বাসায় যান। এ সময় এসব কথা বলেন বিএনপি মহাসচিব।
বিএনপি মহাসচিব প্রয়াত শফিউল বারী বাবুর স্ত্রী বীথিকা বিনতে হোসাইন এবং তার দুই সন্তান নুজহাত ফাতেমা বারী ও আহইয়ান বারী রয়ীদের খোঁজখবর নেন।
শফিউল বারী বাবু ছাত্রজীবন থেকেই জাতীয়তাবাদী ছাত্রদলের রাজনীতির সঙ্গে যুক্ত হন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি ও কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। পরবর্তী সময়ে বিএনপির অঙ্গ সংগঠন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সভাপতির দায়িত্ব পালন করেন তিনি।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন