বরিশালে শীতার্ত মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ১১টায় নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে স্বেচ্ছাসেবী সংগঠন অভিযাত্রিক ব্লাড ব্যাংকের উদ্যোগে এই শীতবস্ত্র বিতরণ করা হয়।
শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান।
অভিযাত্রিক ব্লাড ব্যাংকের পরিচালক সজিব মুন্সির সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মেটলাইফ বরিশালের ইউনিট ম্যানেজার মো. সহিদুল ইসলাম।
অনুষ্ঠানে অসহায়-দুঃস্থ শীতার্ত ১৬০ জনের মাঝে শীত বস্ত্র (কম্বল) বিতরণ করা হয়।
বিডি প্রতিদিন/আবু জাফর