র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১০) রাজধানীর কদমতলী ও চকবাজার এলাকায় অভিযান চালিয়ে ৩৮ জুয়ারিকে আটক করেছে। র্যাব-১০ এর অধিনায়ক (সিও) অ্যাডিশনাল ডিআইজি মো. কাইমুজ্জামান খান আজ শুক্রবার বিকেলে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।
কদমতলী এলাকা থেকে আটকরা হলেন আব্দুল মোমিন (৫০), মো. মজিবুর রহামান শিকদার (৪৮), মো. কালু ড্রাইভার (৪০), মো. রনি (৩০), মতিউর রহামান (৫৮), মো. খলিল (৩৮), মো. স্বপন মিয়া (৩৫), নজরুল ইসলাম (৫০), মো. মনিরুল ইসলাম (৪২), মো. নয়ন (২৯), মো. সুমন (৪৮), মো. বুলু (৬৩), মো. সুমন (২৮), মো. তৌয়ব খান (৩২), মো. সিদ্দিক (৪৫), মো. বিল্লাল মিয়া (৩৫), মো. সোলায়মান (৩১), মো. আদু (৩০) ও মো. মামুন (৪২)।
চকবাজার এলাকা থেকে আটকরা হলেন- মো. আলমগীর (৩১), আব্দুর রহিম (৪৫), মো. সিদ্দিকুর রহমান (৩২), মো. হাসান (৩৫), মো. রুবেল (৩৫), মো. এনামুল (২৪), মো. আব্দুস সালাম (৪২), মো. জাকির (৩২), মো. মিজানুর রহমান (৪৪), মো. কবির (২৩), মো. ভুট্টো (৩৩), মো. শুকুর মিয়া (৫২), মো. রফিকুল ইসলাম (৪৭), মো. ইমরান (২৮), মো. মিরাজ (৩০), মো. আজিজুল (৩১), মো. হৃদয়(২৪), মো. ইব্রাহিম (৩২) ও মো. আব্দুল করিম (৪৮)।
বিডি-প্রতিদিন/শফিক