১৯ জানুয়ারি, ২০২১ ১৫:৪১

গাজীপুরে করোনার ভ্যাকসিন প্রদান বিষয়ক সভা অনুষ্ঠিত

গাজীপুর প্রতিনিধি

গাজীপুরে করোনার ভ্যাকসিন প্রদান বিষয়ক সভা অনুষ্ঠিত

গাজীপুর সিটি কর্পোরেশন এলাকায় করোনাভাইরাসের ভ্যাকসিন প্রদান কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পাদন করার লক্ষ্যে বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার সকালে সিটি কর্পোরেশনের গাছা আঞ্চলিক কার্যালয় সভাকক্ষে অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন সিটি মেয়র মোহাম্মদ জাহাঙ্গীর আলম। 

গাজীপুর সিটি কর্পোরেশন পর্যায়ের কমিটির সভায় সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আমিনুল ইসলাম, জেলা সিভিল সার্জন ডা. মো. খায়রুজ্জামান, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) উপ-কমিশনার জাকির হাসানসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, ওয়ার্ড কাউন্সিলর উপস্থিত ছিলেন।

সভায় জানানো হয়, সরকারি নির্দেশনা মেনে প্রাথমিক পর্যায়ে ১৫ ক্যাটাগরির ও গুরুত্বপূর্ণ পেশার লোকজনকে এবং পরবর্তীতে পর্যায়ক্রমে সকল নাগরিককে করোনাভাইরাসের ভ্যাকসিন দেওয়া হবে। 

ভ্যাকসিন তালিকা এরই মধ্যে শুরু হয়েছে। তালিকা প্রণয়ন করতে কাল থেকে সিটির স্বাস্থ্য অফিস ২৪ ঘণ্টা খোলা থাকবে। সবাইকে বিনামূল্যে দেয়া হবে এই ভ্যাকসিন।

বিডি প্রতিদিন/আবু জাফর

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর