২১ জানুয়ারি, ২০২১ ১৮:১৯

বাইডেন কর্তৃত্ববাদী শাসনের বিপরীতে গণতন্ত্রে ভূমিকা রাখবে: রব

অনলাইন ডেস্ক

বাইডেন কর্তৃত্ববাদী শাসনের বিপরীতে গণতন্ত্রে ভূমিকা রাখবে: রব

আ স ম আবদুর রব

যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্ট হিসেবে জোসেফ রবিনেট বাইডেন জুনিয়র শপথ গ্রহণ করায় তাকে অভিনন্দন জানিয়েছে জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি)। এ বিবৃতির মাধ্যমে জো বাইডেনকে অভিনন্দন জানান সংগঠনটির সভাপতি আ স ম আবদুর রব ও সাধারণ সম্পাদক এডভোকেট ছানোয়ার হোসেন তালুকদার।

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, জো বাইডেনের নেতৃত্বাধীন সরকার বিশ্ব রাজনীতিতে কর্তৃত্ববাদী শাসনের বিপরীতে গণতন্ত্রের সপক্ষে জোরালো ভূমিকা রাখবে। জো বাইডেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণ করার মাধ্যমে জলবায়ু পরিবর্তন, অভিবাসী কার্যক্রম ও বিশ্ব স্বাস্থ্য সংস্থাসহ বিভিন্ন কার্যক্রমে ইতিবাচক পরিবর্তনের যে সূচনা হয়েছে তা বিশ্ব রাজনীতিতে স্বস্তির আবহ তৈরি করবে।

আমরা প্রেসিডেন্ট হিসেবে জো বাইডেন ও ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকে অভিনন্দন জানাচ্ছি ও তাদের সফলতা কামনা করছি। 

বিডি-প্রতিদিন/বাজিত হোসেন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর