করোনায় আক্রান্ত হয়ে চ্যানেল নাইনের সাবেক প্রতিবেদক আফজাল মোহাম্মদ মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৩১ বছর।
বৃহস্পতিবার বিকাল ৪টায় শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
জানা গেছে, হাসপাতালের আনুষ্ঠানিকতা শেষে তার মরদেহ বৃহস্পতিবার নিজ জেলা পঞ্চগড়ে নিয়ে যাওয়া হবে।
আফজালের মৃত্যুতে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি মুরসালিন নোমানী ও সাধারণ সম্পাদক মসিউর রহমান খান এবং রংপুর বিভাগ সাংবাদিক সমিতি, ঢাকা’র (আরডিজেএ) সভাপতি মোকছুদার রহমান মাকসুদ ও সাধারণ সম্পাদক মিজানুর রহমান গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।
বিডি প্রতিদিন/আরাফাত