বগুড়ার আদমদীঘির সান্তাহার পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে নৌকা প্রার্থীর নির্বাচনী ক্যাম্পে অগ্নিকাণ্ডের ঘটনায় ধানের শীষের নবনির্বাচিত মেয়র তোফাজ্জল হোসেন ভুট্টু সমর্থিত ৪৬ বিএনপি নেতাকর্মীর এক মাসের আগাম জামিন মঞ্জুর করেছেন হাইকোর্ট।
আজ বুধবার হাইকোর্টের বিচারপতি হাবিবুল গনি ও বিচারপতি মো. রিয়াজ উদ্দিন খানের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন। আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট আসাদুজ্জামান। তার সঙ্গে ছিলেন আজমল হোসেন খোকন।
গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন মেয়র তোফাজ্জল হোসেন ভুট্টু। আসামিদের জামিনের মেয়াদ শেষ হলে বিচারিক (নিম্ন) তাদের আদালতে আত্মসমর্পণ করতে বলে। পরে আজ বুধবার দুপুরে অভিযুক্তরা হাইকোর্টে হাজির হয়ে এক মাসের জামিন পান।
বিডি-প্রতিদিন/শফিক