রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার এলাকা থেকে এক তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। তাৎক্ষণিকভাবে নিহতের পরিচয় ও তার মৃত্যুর বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি।
রবিবার (৩১ জানুয়ারী) ভোরের দিকে মরদেহটি উদ্ধার করে শাহবাগ থানা পুলিশ। শাহবাগ থানার এসআই মোস্তফা কামাল জানান, শহীদ মিনার এলাকা থেকে এক তরুণীর লাশ উদ্ধার করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে রাখা হয়েছে। তবে তরুণীর পরিচয়ের বিষয়ে বিস্তারিত কিছু জানাতে পারেননি তিনি।
এদিকে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. একেএম গোলাম রব্বানী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, শহীদ মিনার এলাকা থেকে পুলিশ একটি লাশ উদ্ধার করেছে। বর্তমানে এই বিষয়টি পুলিশ দেখাশোনা করছে।
বিডি-প্রতিদিন/সিফাত আব্দুল্লাহ