রাজধানীর যাত্রাবাড়ীতে বাসায় ঢুকে মো. রাজিব (৩০) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
কাজলার কাঠের মসজিদ এলাকায় সোমবার রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে। এ সময় তার স্ত্রী সুমা আক্তার মরিয়মকেও (২৫) কোপানো হয়। মরিয়ম হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
নিহতের মামাতো ভাই জিহাদ জানান, রাত ৯টার দিকে তিনজন বাসায় ঢুকে রাজিব ও মরিয়মকে এলোপাতাড়ি কুপিয়ে রক্তাক্ত করে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় দুজনকে ঢামেকে নিয়ে গেলে চিকিৎসকরা রাজিবকে মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (এএসআই) আব্দুল খান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন