রাজশাহীতে নির্ধারিত অ্যাপে নিবন্ধনের মাধ্যমে করোনা ভ্যাকসিন নেওয়ার জন্য আবেদন করতে হবে। বয়সে ৫৫ ঊর্ধ্ব নাগরিক, মুক্তিযোদ্ধাসহ ১৫টি ক্যাটাগরির নাগরিক ভ্যাকসিনের জন্য এই মুহূর্তে আবেদন করতে পারবেন।
আজ মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে করোনাভাইরাসের সংক্রমণ ও প্রতিরোধসহ সার্বিক ব্যবস্থাপনার লক্ষ্যে গঠিত জেলা পর্যায়ের কমিটির সভা শেষে সাংবাদিকের রাজশাহী জেলা প্রশাসক আবদুল জলিল এসব কথা বলেন।
জেলা প্রশাসক বলেন, ‘প্রথম ধাপে রাজশাহীর ১ লাখ ৮০ হাজার মানুষ ভ্যাকসিনের আওতায় আসছে। আগামী ৭ ফেব্রুয়ারি থেকে নগরীর ৩টি পয়েন্টসহ জেলার ৯টি উপজেলার প্রতিটি সরকারি স্বাস্থ্য কমপ্লেক্সে এই ভ্যাক্সিনেশন কার্যক্রম পরিচালনা করা হবে। এজন্য স্বাস্থ্যকর্মীদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।’
জেলা প্রশাসক বলেন, ভ্যাকসিন নিয়ে ভয় বা ক্ষতির কোনো কারণ নেই। রাজশাহীর ডিসি, এসপি ও সিভিল সার্জনসহ সরকারি উচ্চপদস্থ কর্মকর্তারা ভ্যাকসিন নেওয়ার জন্য আবেদন করেছেন। গুজবে কান না দিয়ে সবাইকে ভ্যাকসিন নেওয়ার জন্য অ্যাপে আবেদন করার আহ্বান জানিয়েছেন জেলা প্রশাসক।
বিডি প্রতিদিন/আবু জাফর