মোহাম্মদপুরে একটি বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।
বৃহস্পতিবার সন্ধ্যার পর আগুন লাগার ঘটনা ঘটে। তবে কিভাবে আগুন লেগেছে তা এখনো জানা যায়নি। এ ছাড়া হতাহতেরও কোনো খবর পাওয়া যায়নি।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা এরশাদ হোসেন গণমাধ্যমকে জানান, বস্তিতে আগুন লাগার সংবাদ পেয়ে চারটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়েছে। তারা আগুন নিয়ন্ত্রণে আনে।বিডি প্রতিদিন/আরাফাত