বিকল্প প্রোডাক্ট ডেলিভারি চ্যানেল তৈরিতে ডটলাইন বাংলাদেশের সঙ্গে সমঝতা স্মারক (এমোইউ) স্বাক্ষর করেছে সিভিসি ফাইন্যান্স লিমিটেড। সিভিসি ফাইন্যান্স বিদ্যমান প্রোডাক্টের পাশাপাশি বীমার সুবিধাযুক্ত নতুন প্রোডাক্ট চালুর লক্ষে এই চুক্তি স্বাক্ষর হয়েছে। এছাড়াও চুক্তির আওতায় ডটলাইন চ্যাটবট, ভিআইভিআর এবং ইন্সিউরটেকের মত সেবা প্রদান করবে।
সিভিসি ফাইন্যান্স ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সৈয়দ মিনহাজ আহমেদ এবং ডটলাইনসের পরিচালক মহিউদ্দিন রাস্তি মোরশেদ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এই চুক্তিতে সই করেন। এসময় অন্যান্যদের মধ্যে সিভিসি ফাইন্যান্সের উপ-ব্যবস্থাপনা পরিচালক শাহ ওয়ারেফ হোসাইন, হেড অব আইটি- আনোয়ার হোসাইন চৌধুরী, হেড অব অপারেশনস- ফয়সাল আমিন, হেড অব লাইবেলিটি- সৌমেন সিনহা সহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।\
বিডি প্রতিদিন/ ওয়াসিফ