নাটোর সদর উপজেলার হালসা ইউনিয়ন আওয়ামী লীগের নেতা ও সাবেক ইউপি সদস্য সুরুজ আলীসহ অর্ধশত নেতাকর্মী বিএনপিতে যোগদান করেছেন।
আজ দুপুরে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসন কার্যালয়ে বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলুর হাতে ফুল দিয়ে তারা যোগদান করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধ প্রজন্ম দলের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ইউসুফ আলী, হালসা ইউনিয়নের সাধারণ সম্পাদক মাজেদ মন্ডল প্রমুখ।
সাবেক ভূমি উপমন্ত্রী দুলু বলেন, দেশে আজ গণতন্ত্র নেই। বিচার বিভাগের স্বাধীনতা নেই। মানুষের ভোটাধিকার নেই। গণমাধ্যমের স্বাধীনতা নেই। গণতন্ত্রের নেত্রী খালেদা জিয়া আজ তিন বছর ধরে কারাবন্দী। এ অবস্থায় মানুষের অধিকার ফিরিয়ে দিতে সব গণতন্ত্রমনা মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে। সবাইকে সম্মিলিতভাবে এই দানব সরকারের পতন ঘটাতে হবে। আসুন, আমরা সব ভেদাভেদ ভুলে গিয়ে ঐক্যবদ্ধ হই।
বিডি প্রতিদিন/আরাফাত