বরিশালের আগৈলঝাড়া উপজেলার রাজিহার এলাকায় পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। আজ শনিবার দুপুরে এই ঘটনা ঘটে।
মৃত শিশুর নাম উদয় হালদার (২)। সে ওই এলাকার উত্তম হালদারের ছেলে।
পরিবারের উদ্বৃতি দিয়ে আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. হাফিজুর রহমান দিপু জানান, আজ দুপুরে পরিবারের সবার অলক্ষ্যে শিশু উদয় ঘরের পাশে পুকুরের পানিতে পরে যায়। দীর্ঘক্ষণেও তার কোন খোঁজখবর না পেয়ে পরিবারের সদস্যরা তাকে পুকুর থেকে ভাসমান অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
তার আগেই তার মৃত্যু হয় বলে জানান ডা. ডা. হাফিজুর রহমান দিপু।
বিডি প্রতিদিন/আবু জাফর