বরিশাল প্রেসক্লাবের আজীবন সদস্য ও সাবেক সভাপতি প্রয়াত আবদুল কাইউম স্মরণে সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল সাড়ে ১০টায় প্রেসক্লাব হলরুমে ক্লাবের সভাপতি মু. ইসমাইল হোসেন নেগাবান মন্টুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক কাজী মিরাজ মাহমুদের সঞ্চলনায় স্মরণসভায় মোবাইল ফোনে স্মৃতিচারণ করেন আ. কাইউমের মেয়ে কন্যা লিপিকা আক্তার লুনা।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সদ্য সাবেক সভাপতি মানবেন্দ্র বটব্যাল, মুক্তিযোদ্ধা নুরুল আলম ফরিদ, নজরুল ইসলাম চুন্নু, রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি আনিসুর রহমান খান স্বপন, কামাল মাসুদুর রহমান, মনিরুল আলম স্বপন খন্দকার ও কাজী মকবুল হোসেন।
সভায় আলোচকরা প্রয়াত সাংবাদিক আবদুল কাইউমের বর্নাঢ্য জীবনের নানা দিক নিয়ে আলোচনা করেন। তারা তার মতো সততা নিয়ে কাজ করার জন্য সাংবাদিকদের প্রতি আহ্বান জানান।
বিডি প্রতিদিন/হিমেল