রাজশাহীতে ১৩টি কেন্দ্রে করোনাভাইরাসের টিকা প্রয়োগ কার্যক্রম শুরু হয়েছে। এর অংশ হিসেবে রবিবার রাজশাহী নগরীর দুটি কেন্দ্রে একযোগে টিকাদান কার্যক্রম শুরু হয়। সকালে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতাল ছাড়াও বিভাগীয় পুলিশ হাসপাতালে টিকা দেওয়া শুরু হয়েছে।
এছাড়া রামেক হাসপাতালে চারটি বুথ ও বিভাগীয় পুলিশ হাসপাতালেল একটি বুথে করোনাভাইরাসের টিকা প্রদান করা হচ্ছে বলে জানিয়েছেন- রাসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. আঞ্জুমআরা বেগম।
সকালে প্রথম করোনার টিকাগ্রহণ করেছেন রাজশাহী-২ (সদর) আসনের এমপি ফজলে হোসেন বাদশা। তারপরে এমপি বাদশার সহধর্মিনী অধ্যাপিকা তসলিমা খাতুন, সংরক্ষিত নারী আসনের এমপি আদিবা আনজুম মিতা, জেলা প্রশাসক আবদুল জলিল, রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী, উপ-পরিচালক ডা. সাইফুল ফেরদৌস এবং সিভিল সার্জন ডা. মো. কাইয়ুম তালুকদার করোনার টিকা গ্রহণ করেন। এরপর রামেক হাসপাতালের অন্যান্য চিকিৎসক, নার্স এবং স্বাস্থ্যকর্মীরা টিকা নিতে শুরু করেন।
সিভিল সার্জন ডা. মো. কাইয়ুম তালুকদার জানান, রাজশাহীর উপজেলা পর্যায়ে ১০টি কেন্দ্রে টিকা প্রয়োগ শুরু হয়েছে। এর মধ্যে ৯ উপজেলার ৯টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আছে। এর বাইরে গোদাগাড়ী উপজেলায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ছাড়াও গোদাগাড়ী ৩১ শয্যা বিশেষায়িত হাসপাতালে টিকা দেওয়া হচ্ছে।
অন্যদিকে, বেলা সাড়ে ১১টার দিকে বিভাগীয় পুলিশ হাসপাতালে টিকাকেন্দ্রে উদ্বোধন করেন রাজশাহী সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। এসময় রাজশাহী মেট্রোপলিটন পুলিশের উর্দ্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিভাগীয় পুলিশ হাসপাতালে প্রথম টিকা নিয়েছেন কনস্টেবেল ফিরোজ কবির। তিনি জানান, ‘নিজে ও অন্যকে সুরক্ষিত রাখতে করোনা টিকা গ্রহণের বিকল্প নেই। আমি নিজে টিকা নিচ্ছি অন্যকেউ টিকা নিতে উৎসাহীত করছি।’
বিভাগীয় পুলিশ হাসপাতাল সূত্রে জানা গেছে, একটি মাত্র করোনা টিকা বুথ আছে। এখানে প্রথম দিন ৩৭ জন করোনাভাইরাসের টিকা পাবেন।
সিভিল সার্জন ডা. মো. কাইয়ুম তালুকদার আরও জানান, প্রতিমাসে তিন হাজার মানুষকে করোনার টিকা দেওয়া সম্ভব। সেই লক্ষ্যে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। টিকার এসএমএস এর বিষয়ে জানতে চাইলে তিনি বলেন- সমস্যা নেই। এখন ঠিক মতো মানুষ এসএমএস পাবেন। আর নিবন্ধনের বিষয়ে তিনি বলেন- জাতীয় পচিয়পত্র অনুযায়ী যাদের ৫৫ বছর বয়স হয়েছে, তাদের সার্ভারে প্রবেশ করে নিবন্ধন করতে সমস্য হওয়ার কথা নয়।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ