সাভারের ব্যাংক কলোনী এলাকায় রোহানুর ইসলাম রোহান (১৮) নামে এক তরুণ খুনের ঘটনায় ১৪ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ১০-১৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
রবিবার রাতে সাভার মডেল থানায় মামলাটি দায়ের করেন নিহত রোহানের বাবা আব্দুস সোবাহান।
মামলার বিষয়টি নিশ্চিত করে সাভার মডেল থানার পরিদর্শক (ওসি তদন্ত) সাইফুল ইসলাম বলেন, রবিবার রাতে নিহত রোহানের বাবা আব্দুস সোবহান নিজে বাদী হয়ে ১৪ জনের নামে উল্লেখ করে ও ১০-১৫ জনকে অজ্ঞাত করে মামলা দায়ের করেন। এছাড়া গ্রেফতার হৃদয়কে আগামীকাল আদালতে ৭ দিনের রিমান্ড চেয়ে পাঠানো হবে।
প্রসঙ্গত, গতকাল রাত ৮টার দিকে সাভারের ব্যাংক কলোনী এলাকার মুড়ি মটকা রেস্তোরাঁর সামনে রোহানকে হত্যা করে হৃদয়সহ আরও কয়েকজন কিশোর। পরে রাতেই হৃদয়কে আটক করে পুলিশ।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন