২৭ ফেব্রুয়ারি, ২০২১ ২০:৩৫

প্রধানমন্ত্রী দক্ষিণাঞ্চলের উন্নয়ন নিয়ে ভাবেন: পানি সম্পদ প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, বরিশাল:

প্রধানমন্ত্রী দক্ষিণাঞ্চলের উন্নয়ন নিয়ে ভাবেন: পানি সম্পদ প্রতিমন্ত্রী

আগামী বর্ষা মৌসুমের আগেই বরিশাল নগরীর প্রধান ৪টি খাল সংস্কার করে জলাবদ্ধতা নিরসনের প্রতিশ্রুতি দিয়েছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব.) জাহিদ ফারুক এমপি। শনিবার দুপুরে বরিশাল পানি উন্নয়ন বোর্ডের রেস্ট হাউজে প্রেসক্লাবের নবনির্বাচিত পরিষদ নেতৃবৃন্দ প্রতিমন্ত্রীর সাথে সাক্ষাত করতে গেলে এই প্রতিশ্রুতি দেন তিনি। নবনির্বাচিত নেতৃবৃন্দ এ সময় প্রতিমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানান। 

শুভেচ্ছার জবাবে পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বরিশালসহ দক্ষিণাঞ্চলের উন্নয়ন নিয়ে বিশেষভাবে ভাবেন। বরিশালের চলমান উন্নয়ন প্রকল্পের অগ্রগতি সম্পর্কে প্রধানমন্ত্রী প্রায়ই জানতে চান। সাংবাদিক নেতৃবৃন্দের উদ্দেশ্যে তিনি বলেন, ভয় পেলে চলবে না, দেশের স্বার্থে এলাকার উন্নয়নের স্বার্থে বস্তুনিষ্ঠ সংবাদ তুলে ধরতে হবে। 

সৌজন্য সাক্ষাতকালে প্রেসক্লাবের সভাপতি মু. ইসমাইল হোসেন নেগাবান মন্টু, সাধারন সম্পাদক কাজী মিরাজ মাহমুদ, সিনিয়র সদস্য নজরুল ইসলাম চুন্নু, সৈয়দ দুলাল, নাসিম-উল আলম, মুরাদ আহমেদ, গোপাল সরকার এবং জাকির হোসেন সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

বিডি প্রতিদিন/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর