রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে ৮ জুয়াড়িকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১০)। শনিবার (১৩ মার্চ) রাতে র্যাব-১০ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি এনায়েত কবির শোয়েব গণমাধ্যমকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার দিনগত রাত ৮ টার দিকে র্যাব-১০ এর একটি দল রাজধানীর যাত্রাবাড়ী থানার ধলপুর কাঁচা বাজার এলাকায় অভিযান চালায়। অভিযানে জুয়া খেলা অবস্থায় আট জুয়াড়িকে আটক করে।
আটকরা হলেন-মাহবুব ওরফে মফিজ (৪৭), সিরাজ শেখ (৫৫), আশু মিয়া (৩৭), সোলাইমান (৬০), আদিল (৪৩), ফজল (৫০), আসলাম শেখ (৫০) ও মনির হোসেন (৬৫)। এ সময় তাদের কাছ থেকে ১৫৬ পিস জুয়া খেলার কার্ড (তাস), ছয়টি মোবাইল ফোন ও পাঁচ হাজার ৫২০ টাকা উদ্ধার করা হয়।
তিনি আরো জানান, আটক আসামিরা পেশাদার জুয়াড়ি। তারা দীর্ঘদিন যাবৎ জুয়া খেলে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করছে আসছিল। আসামিদের বিরুদ্ধে থানায় মামলা করা হয়েছে।
বিডি প্রতিদিন/হিমেল