হেফাজতে ইসলামের ডাকা সকাল-সন্ধ্যা হরতালের বিরুদ্ধে আশুলিয়ায় বিক্ষোভ মিছিল করেছেন আওয়ামী লীগ ও কৃষক লীগের নেতাকর্মীরা। রবিবার (২৮ মার্চ) সকাল থেকে তারা দলীয় কার্যালয়ের সামনে অবস্থান নেন। এরপর হরতালের প্রতিবাদে শহরে বিক্ষোভ মিছিল করেন।
দলীয় কার্যালয়ের সামনে আশুলিয়া থানার আওয়ামী লীগের আহ্বায়ক ফারুক হাসান তুহিন বলেন, ‘এ হরতাল সম্পূর্ণ অবৈধ। ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতার জন্য ভারতের যে ভূমিকা ছিল তা বাংলাদেশ চিরদিন স্মরণে রাখবে এবং রাখছে। বাংলাদেশের স্বাধীনতাকে যারা স্বীকার করে না, স্বাধীনতাবিরোধী চক্র জামায়াত হেফাজতের ব্যানারকে ব্যবহার করে হরতালের ইন্ধন জুগিয়েছে।’
সাভার উপজেলার ভাইস চেয়ারম্যান শাহাদাৎ হোসেন খান বলেন, ‘অবৈধ হরতাল ও অনৈতিক দাবির বিপক্ষে আমরা রাজপথে আছি। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমরা রাজপথে অবস্থান নিয়েছি। যেকোনো প্রকার নাশকতা ও তাণ্ডবকে প্রতিহত করে এসব অপশক্তিকে বিতাড়িত করব, ইনশাআল্লাহ।’
সেখানে উপস্থিত ছিলেন ধামসোনা ইউনিয়নের চেয়ারম্যান সাইফুল ইসলাম, আশুরিযার থানার আহ্বায়ক কমিটি সদ্স্য মোয়াজেম হোসেন দুলাল, পাথালিয়ার ইউনিয়নের চেয়ারম্যান পাবভেজ দেওয়ান, আহ্বায়ক কমিটি সদ্স্য ফরিদ মন্ডল, সানাউল্লাহ, মজিবুর রহমান সায়েদ, ইমরান হোসেন, ফারুক হোসেন, সুমন ভূঁইয়া, মোল্লা মোশাররফ হোসেন মুসা প্রমুখ।
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ