করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে সারাদেশে সাত দিনের লকডাউন ঘোষণা করেছে সরকার। আজ সোমবার চলমান লকডাউন প্রত্যাহারের দাবিতে পুরান ঢাকার ইসলামপুরে বিক্ষোভ করেছেন ব্যবসায়ীরা।
সকাল থেকেই ইসলামপুর এলাকায় জড়ো হয়ে বিক্ষোভ মিছিল করেন তারা। এসময় 'লকডাউন মানি না, মানবো না' বলে বিভিন্ন স্লোগান দেন ব্যবসায়ীরা। তাদের দাবি, স্বাস্থ্যবিধি মেনে সরকার যেন দোকান খোলা রাখার অনুমতি দেয়। তা না হলে পরিবার পরিজন নিয়ে না খেয়ে মরতে হবে তাদের।
ব্যবসায়ীরা জানান, করোনার মধ্যে দেশে বইমেলা চলছে, বেসরকারি অফিস চলছে। সব চললে দোকানপাট কেন বন্ধ থাকবে।
কোতোয়ালি থানার ওসি মিজানুর রহমান বলেন, সকাল থেকে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন ব্যবসায়ীরা। তারা স্বাস্থ্যবিধি মেনে দোকানপাট খোলা রাখার দাবি জানিয়েছেন। আমরা তাদের বুঝিয়ে রাস্তা থেকে সরিয়ে দিয়েছি।
বিডি-প্রতিদিন/সিফাত আব্দুল্লাহ