করোনার সংক্রমণ মোকাবেলায় সারা দেশে আজ থেকে এক সপ্তাহের লকডাউন চলছে। এদিকে, লকডাউন চলাকালে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের কয়েকটি পাতায় পুলিশের একটি গাড়ি ভাঙচুরের ‘পুরোনো’ ভিডিও প্রচার করা হচ্ছে। যা কয়েক লাখ ভিউ হয়েছে। অনেকে না জেনে তা শেয়ার করছেন।
পুলিশ সদরদপ্তর জানিয়েছে, ‘লকডাউন এ পুলিশের গাড়ি ভাঙচুর’ শিরোনামে রেডিও গুলিস্থান ডট কম (radiogulistan.com) পেজ থেকে যে ভিডিওটি লাইভ করা হচ্ছে সেটি একবছর আগের। ওই পেজটিতে সোমবার ভোর থেকে হঠাৎ একটি ভিডিও লাইভ করা হচ্ছে।
ভিডিও ক্যাপশনে লেখা হয়েছে, লকডাউন উপেক্ষা করে বিক্ষুদ্ধ জনতা পুলিশের গাড়িতে হামলা করে ভাঙচুর করেছে।
ভিডিওতে দেখা গেছে, উচ্ছৃঙ্খল কিছু মানুষ পুলিশের একটি পিকআপ ভ্যানে হামলা করেছে। তাদের হাতে লাঠি, ইট ও দেশিয় অস্ত্র রয়েছে। সেগুলো দিয়ে তারা পুলিশের পিকআপ ভ্যানটি ভাঙচুর করছে। গাড়িতে লেখা রয়েছে ‘দক্ষিণ খান থানা’।
এ বিষয়ে পুলিশের এআইজি (মিডিয়া) মীর সোহেল রানা জানান, এটি গতবছরের মে মাসের একটি ভিডিও। ওই ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে ইতোমধ্যে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে। কারা, কি উদ্দেশ্যে পুরাতন ভিডিওটি চালিয়ে গুজব সৃষ্টি করছে তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানান তিনি।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন