করোনাভাইরাসের সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় ইউরোপ ও ১২ দেশ থেকে যাত্রী পরিবহন নিষিদ্ধ করেছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। ১২ দেশের তালিকায় মধ্যপ্রাচ্যের দেশ লেবাবনও রয়েছে। এই নিষেধাজ্ঞা ৩ এপ্রিল থেকে ১৮ এপ্রিল পর্যন্ত কার্যকর থাকবে।
এদিকে, বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইটে করে লেবাবন থেকে দেশে আসেন ২৭৮ জন বাংলাদেশি। তবে রাতে ফ্লাইটটি নামতে দেওয়া হয়নি। পরে দূতাবাসের উদ্যোগে মানবিক বিবেচনায় ফ্লাইটটি অবতরণ করতে দেওয়া হয়। তবে তাদের বাধ্যতামূলক কোয়ারেন্টিনের সিদ্ধান্তে ক্ষিপ্ত হয়ে উঠেন যাত্রীরা। এছাড়াও স্বজনরা হট্টগোল শুরু করেন।
এসময় যাত্রীর স্বজনরা কোয়ারেন্টিনবিরোধী বিভিন্ন স্লোগান দিতে থাকেন তারা। অন্যদিকে যাত্রীরাও কোয়ারেন্টিনে যাবেন না বলে চিৎকার শুরু করেন।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন