র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-২) রাজধানীর যাত্রাবাড়ী থানা এলাকায় পৃথক অভিযান চালিয়ে ইয়াবা ও গাঁজাসহ পাঁচ মাদককারবারিকে আটক করেছে। আটকরা হলেন- মো. নুরুল আলম (৫২), মো. জসিম উদ্দিন আহম্মেদ (৩৫), মো. হেলাল (২৭), মো. শাহ জালাল (২২) ও মো. রাজিব তালুকদার (২৯)।
র্যাব-২ এর অপারেশন অফিসার সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. আবদুল্লাহ আল মামুন গণমাধ্যমকে এ খবর নিশ্চিত করেছেন।
জানা গেছে, শনিবার ভোর সাড়ে ৪টা থেকে সকাল সাড়ে ৭টা পর্যন্ত যাত্রাবাড়ীর দক্ষিণ কাজলা বিশ্বরোডে পৃথক অভিযান চালিয়ে মাদকদ্রব্যসহ তাদের আটক করা হয়। এছাড়া মাদক পরিবহনে ব্যবহৃত দু’টি কাভার্ড ভ্যান জব্দ করা হয় ও ৬ হাজার ২৫০ পিস ইয়াবা ও ২০ কেজি গাঁজা জব্দ করা হয়।
বিডি-প্রতিদিন/শফিক