২০ এপ্রিল, ২০২১ ১৯:০৬

ছাত্র অধিকার পরিষদের আখতারকে ফের রিমান্ডের আবেদন

অনলাইন ডেস্ক

ছাত্র অধিকার পরিষদের আখতারকে ফের রিমান্ডের আবেদন

আসামি ছিনতাইয়ের ঘটনায় হওয়া মামলায় বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি ও ডাকসুর সাবেক সমাজসেবা সম্পাদক আখতার হোসেনকে জিজ্ঞাসাবাদের জন্য ফের পাঁচদিনের রিমান্ড আবেদন করা হয়েছে।

মঙ্গলবার (২০ এপ্রিল) মামলার তদন্ত কর্মকর্তা গোয়েন্দা পুলিশের (ডিবি) উপপরিদর্শক সাইফুল ইসলাম খান এ আবেদন করেন। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে শাহবাগ থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা পুলিশের উপপরিদর্শক নিজাম উদ্দিন এ তথ্য জানান।

তিনি বলেন, আসামি কারাগারে থাকায় এখন পি/ডব্লিউ ইস্যু করবেন আদালত। সেই অনুযায়ী ভার্চ্যুয়ালি কারাগার থেকে আসামির উপস্থিতিতে রিমান্ড শুনানি হবে।

গত ১৩ এপ্রিল সন্ধ্যা ৭টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সামনে আখতারকে গ্রেফতার করা হয়। পরদিন তাকে জিজ্ঞাসাবাদের জন্য দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। সেই রিমান্ড শেষে গত ১৭ এপ্রিল তাকে কারাগারে পাঠানো হয়।

বিডি প্রতিদিন/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর