বরিশালে মাদক নিরাময় কেন্দ্র নিউ লাইফের পক্ষ থেকে অসহায়-দুস্থদের মাঝে ইফতার সামগ্রী সহায়তা দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে নগরীর ১ নম্বর সিএন্ডবি পুল কাজীপাড়া এলাকায় নিউ লাইফের সামনে ৫ শতাধিক অসহায়-দুস্থ মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়।
এসময় নিউ লাইফের ব্যবস্থাপনা পরিচালক গোলাম মর্তুজা জুয়েল, পরিচালক (প্রশাসন) ইয়াসিন আরাফাত বাদশা, যায়যায় দিন বরিশাল ব্যুরো প্রধান আরিফুর রহমান, নিউ লাইফ প্রোগ্রাম অফিসার রাকিব খান এবং মোহাম্মদ জাহিদুল হক আকনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
এর আগে, বুধবার রাতে নগরীর বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে অসহায়দের মাঝে ইফতার ও খাদ্য সামগ্রী প্রদান করে নিউ লাইফ কর্তৃপক্ষ।
বিডি প্রতিদিন/এমআই