পোশাক উৎপাদন শিল্পের অন্যতম প্রতিষ্ঠান এমবিএম গ্রুপের সঙ্গে চুক্তিবদ্ধ হলো ইটালিয়ান ব্র্যান্ড গারমন কেমিক্যালস।
বৃহস্পতিবার কেমিন টেক্সটাইল অক্সিলারিজের কান্ট্রি ম্যানেজার তারিক হামিদ এবং এমবিএম গ্রুপের সহকারী ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মেহরোজ জলিল ও কেটিআইয়ের পক্ষে মিস ফাহিমার উপস্থিতিতে এ চুক্তিনামা স্বাক্ষরিত হয়।
এসময় এমবিএম গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা সাইফুর রহমানসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সম্প্রতি এই প্রতিষ্ঠান নিজস্ব একটি অঙ্গ সংস্থানের যাত্রা শুরু করার ঘোষণা দিয়েছে। তাদের নতুন এই উদ্যোগের নাম ফ্যাশন কেমিক্যালস লিমিটেড (এফসিএল)। সাসটেইনেবল এবং গুণগত মানে অনন্য উপাদানে পোশাক শিল্পকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়াই এই নতুন উদ্যোগের লক্ষ্য বলে জানান কর্তৃপক্ষ।
এমবিএম গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা সাইফুর রহমান এফসিএল’র পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন। এফসিএল তাই এবার নিজেদের বিশ্ব দরবারে তুলে ধরতে চুক্তিবদ্ধ হলো গারমন কেমিক্যালসের সঙ্গে।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন/আফতাব