পুরান ঢাকার আরমানিটোলায় হাজী মুসা ম্যানশনে অগ্নিকাণ্ডের ঘটনায় আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে অগ্নিকাণ্ডে প্রাণ হারিয়েছেন ছয়জন। গতকাল বুধবার রাতে লাইফ সাপোর্টে থাকা আশিকুজ্জামান খান মারা গেছেন। শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক ইনস্টিটিউটে চিকিৎসাধীন ছিলেন তিনি।
গত (২৪ এপ্রিল) সকালে স্ত্রী মুনা সরকার ও আশিকুজ্জামান খানকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) থেকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। মুনা সরকার এখনও লাইফ সাপোর্টে রয়েছেন। দেড় মাস আগে বিয়ে হয়েছিল মুনা ও আশিকুজ্জামান খানের। মুনা স্বামীকে হারানোর আগে হারিয়েছেন ছোট বোনকে। অগ্নিকাণ্ডে ঘটনাস্থলেই মারা যায় তার বোন সুমাইয়া সরকার।
এছাড়া মুনার পুরো পরিবারকেই ভর্তি হতে হয়েছিল হাসপাতালে। বাবা ইব্রাহিম সরকার, মা সুফিয়া সরকার ও ভাই জুনায়েদ সরকারকেও হাসপাতালে যেতে হয়েছিল। তবে তাদের অবস্থা আশঙ্কাজনক ছিল না।
প্রসঙ্গত, গত ২৩ এপ্রিল পুরান ঢাকার আরমানিটোলায় ছয়তলা আবাসিক ভবনের নিচতলায় রাসায়নিক গুদামে আগুন লাগে। ওইদিন চারজনের মরদেহ উদ্ধার করা হয়। পরে হাসপাতালে আরও একজন মারা যান।
বিডি প্রতিদিন/ফারজানা