রাজধানীল পল্টন থানায় দায়ের করা মামলায় হেফাজতে ইসলামের বিলুপ্ত কেন্দ্রীয় কমিটির যুগ্ম-মহাসচিব আল্লামা খালিদ সাইফুল্লাহ আইয়ুবীর তিনদিনের রিমান্ড মঞ্জুর করছেন আদালত।
বৃহস্পতিবার এক শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জসীম এ রিমান্ড মঞ্জুর করেন। এর আগে পল্টন থানার এক মামলায় পাঁচদিনের রিমান্ডে নেয়া হয় তাকে।
আজ রিমান্ড শেষে তাকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করা হয়। সহিংসতা ও নাশকতার অভিযোগে পল্টন থানায় অপর এক মামলায় তাকে সাতদিনের রিমান্ড চেয়ে আবেদন করে পুলিশ। অপরদিকে আসামিপক্ষে আইনজীবী জয়নুল আবেদীন মেসবাহ রিমান্ড বাতিলসহ জামিন চেয়ে আবেদন করেন। শুনানি শেষে বিচারক তার তিনদিনের রিমান্ডের আদেশ দেন।
গত ২২ এপ্রিল ভোরে গ্রামের বাড়ি মানিকগঞ্জ থেকে তাকে গ্রেফতার করা হয়।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন