খুলনায় প্রবীন আইনজীবী ও মহানগর জাতীয় পার্টির আহ্বায়ক মঞ্জুর-উল-আলম (৮১) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বৃহস্পতিবার রাত সোয়া ১২ টায় তিনি মহানগরীর বেসরকারি একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মঞ্জুর-উল-আলম খুলনা সিটি ল কলেজের শিক্ষক ছিলেন।
তিনি বেশ কিছু দিন ধরে লাঞ্চে ইনফেকশনসহ শারীরিক সমস্যায় ভুগছিলেন বলে চিকিৎসকরা জানিয়েছেন। শুক্রবার বাদ জুমা বয়রা কলেজ মাঠে নামাজে জানাযা শেষে তাকে বয়রার খালাসি বাড়ি পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। এর আগে ১৫ এপ্রিল তার স্ত্রী অসুস্থ হয়ে মারা যান। প্রবীন এই আইনজীবীর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে।
বিডি প্রতিদিন/হিমেল