গাজীপুরের সালনা এলাকায় মোটরসাইকেলের ধাক্কায় মোবারক মোল্লা (৬৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। গতকাল শনিবার বিকেলে ঢাকা-ময়মনসিংহ সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মোবারকের বাড়ি পটুয়াখালীর বাউফল থানার বড় ডালিমা এলাকায়। তিনি গাজীপুরের দক্ষিণ সালনা এলাকায় সিকিউরিটি গার্ডের চাকরি করতেন।
গাজীপুর মেট্রোপলিটন সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মঞ্জু মিয়া জানান, মোবারক মোল্লা বিকেলে সালনা এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পার হচ্ছিলেন। এ সময় দ্রুত গতির একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়।
এতে ঘটনাস্থলেই মোবারক মোল্লা মারা যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।
বিডি প্রতিদিন/আবু জাফর