রাজধানীতে নাশকতার প্রস্তুতি নেওয়ার সময় নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের চার সদস্যকে গ্রেফতার করেছে ডিএমপির কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট।
গতকাল শনিবার বিকেলে তাদের গ্রেফতার করা হয়। ডিএমপির গণমাধ্যম শাখার অতিরিক্ত উপকমিশনার ইফতেখারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
ইফতেখারুল ইসলাম জানান, আনসার আল ইসলামের সদস্যদের ব্যাপারে বিস্তারিত জানাতে আজ রবিবার দুপুর ১২টায় মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। সেখানে সিটিটিসি প্রধান মো. আসাদুজ্জামান তাদের বিষয়ে বিস্তারিত তথ্য জানাবেন।
বিডি প্রতিদিন/ফারজানা