রাজধানীর ধানমন্ডিতে একটি বাসায় মোশারফ হোসেন (১৮) নামের এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে স্বজনরা অভিযোগ করেছে। বৃহস্পতিবার রাত সারে ৯টার দিকে মধুবাজার ছাতা মসজিদ গলির ভাড়া বাসায় ঘটনাটি ঘটে। অচেতন অবস্থায় ঢামেক হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক সারে ১০টার দিকে তাকে মৃত ঘোষণা করে।
এ ব্যাপারে মৃতের বড় ভাই মোবারক হোসেন জানায়, তাদের বাসা ধানমন্ডি মধুবাজার ছাতা মসজিদ গলিতে। তারা দুই ভাই। মোশারফ ছোট, একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতো।
মোবারক আরও বলেন, কিছুদিন ধরে মোশারফ বাইরে বন্ধুদের সঙ্গে আড্ডা দিতেন। নেশাও করা শুরু করেছিলেন। মা-বাবার কথা শুনতো না। এসব বিষয় নিয়ে মা মিনা বেগম বকাঝকা করেন। মা-বাবার সঙ্গে অভিমান করে রাতে ঘরের দরজা বন্ধ করে উড়না দিয়ে ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দেয়। পরে টের পেয়ে ঝুলন্ত অবস্থা থেকে নামিয়ে প্রথমে বাংলাদেশ মেডিক্যালে নিয়ে যাই। সেখান থেকে ঢাকা মেডিক্যালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করে।
ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ