সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪০তম মৃত্যুবার্ষিকী গাজীপুরের আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিলের মাধ্যমে পালন করা হয়েছে। গাজীপুর মহানগর বিএনপির উদ্যোগে শহরের দলীয় কার্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মহানগর বিএনপির আহ্বায়ক মো: সালাহউদ্দিন সরকার।
রবিবার মহানগর বিএনপির সদস্য সচিব মো. সোহরাব উদ্দিনের সভাপতিত্বে ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক শওকত হোসেন সরকারের সঞ্চালনায় বক্তব্য রাখেন মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক কাউন্সিলর হান্নান মিয়া হান্নু, মাহাবুবুল আলম শুক্কুর, সুরুজ আহমেদ, হুমায়ুন কবির রাজু, জয়নাল আবেদীন তালুকদার, বিএনপি নেতা মীর হালিমুজ্জামান ননি, আ. ক. ম মোফাজ্জল হোসেন, মো. সরাফত হোসেন, প্রভাষক বশির উদ্দিন, জসিম উদ্দিন ভার্ট, মোসলেম উদ্দিন চৌধুরী মুসা প্রমুখ। দোয়া পরিচালনা করেন জাতীয়তাবাদী ওলামা দল গাজীপুর মহানগর শাখার আহবায়ক কাজী মোস্তফা জামান খোকন।
বিডি প্রতিদিন/হিমেল