প্রয়াত প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা মহানগর (দঃ) এর পক্ষ থেকে রাজধানীর ডেমরার কোনাপাড়ায় দোয়া মাহফিল ও বস্ত্র বিতরণ করা হয়েছে।
সোমবার দুপুরে দুস্থ ও অসহায় মানুষদের মাঝে এসব লুঙ্গি ও শাড়ি বিতরণ করা হয়।
যাত্রাবাড়ী থানা বিএনপির সভাপতি ও মহানগর দক্ষিণের সহ-সভাপতি নবী উল্লাহ নবী, ছাত্রদল কেন্দ্রীয় সভাপতি ফজলুর রহমান খোকন ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল এ সময় উপস্থিত থেকে এসব বস্ত্র সামগ্রী বিতরণ করেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন ছাত্রদল ঢাকা মহানগর (দঃ) এর সভাপতি জাকির হোসেন, সাধারণ সম্পাদক আঃ গাফফার, যাত্রাবাড়ী থানার সভাপতি মঞ্জুরুল আলম খান রানাসহ বিভিন্ন থানা ওয়ার্ডের নেতৃবৃন্দ।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন