কুমিল্লায় প্রয়াত প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মিলাদ মাহফিল ও এতিমদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে।
রবিবার কুমিল্লা দক্ষিণ জেলা ও মহানগর বিএনপি’র উদ্যোগে ধর্মসাগর পাড় দলীয় কার্যালয়ে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি’র সদস্য ও নুরুল হক ফাউন্ডেশনের চেয়ারম্যান কাউসার জামান বাপ্পি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সদর উপজেলা বিএনপি’র সভাপতি অ্যাডভোকেট আলী আক্কাস। এসময় বিএনপি’র বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন