অস্ত্রের মুখে ভয়ভীতি দেখিয়ে পাথর ব্যবসায়ী আরিফের নিকট হতে টাকা আদায়ের ঘটনায় প্রতারক চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে পিবিআই। পিবিআই সূত্রে জানা গেছে, ব্যবসায়ী গত ২১ এপ্রিল দুই ট্রাক পাথর নিয়ে সংঘবদ্ধ প্রতারক চক্রের সদস্য মোস্তাফিজুর রহমান চঞ্চলের অর্ডার অনুযায়ী রংপুরে আসেন। ক্রেতা মোস্তাফিজুর রহমান চঞ্চল ওই পাথরের মূল্য প্রায় দুই লাখ টাকাও পরিশোধ করেন আরিফ হোসেনকে। কিন্তু কৌশলে প্রতারক চক্রের মোস্তাফিজুর রহমান চঞ্চল পাথর ব্যবসায়ীকে ব্যবসার স্বার্থে বাসা ভাড়ার প্রস্তাব দিয়ে ওই রাতেই নগরীর কেল্লাবন্দ সরদারপাড়া এলাকায় একটি বাসায় ভাড়াটিয়া হিসেবে উঠিয়ে দেয় এবং রাত সাড়ে ১০টার দিকে একজন অপরিচিত নারীকে নিয়ে ওই পাথর ব্যবসায়ীর ভাড়া বাসায় প্রবেশ করে। তার কিছুক্ষণ পরে সংঘবদ্ধ চক্রের কয়েকজন সদস্য ব্যবসায়ীর ভাড়া বাসায় প্রবেশ করে ওই নারীসহ অশ্লীল ভিডিও করে ৭ লাখ টাকা দাবি করেন। প্রতারক চক্র ওই সময় ব্যবসায়ীর কাছ থেকে ফাঁকা স্ট্যাম্পে জোরপূর্বক স্বাক্ষর গ্রহণ করে পাথর বিক্রির গচ্ছিত প্রায় দুই লাখ টাকা কেড়ে নেয়। এছাড়া তিনি নিজেও পরিস্থিতির স্বীকার মর্মে ব্যবসায়ীর কাছে অভিনয় করে এবং সুষ্ঠু সুরাহার স্বার্থে আরো ৬ ট্রাক পাথর অথবা ৭ লাখ টাকা রংপুরে প্রেরণের প্রস্তাব দেয়। তা নাহলে নারীর সঙ্গে তোলা অশ্লীল ছবি ও ভিডিও প্রকাশের হুমকি দিয়ে সন্ত্রাসীরা ঘটনাস্থল ত্যাগ করে। গ্রেফতারকৃতরা স্বীকার করেন, তারা প্রায়শই রংপুর শহরের বিভিন্ন এলাকায় ব্যবসায়ীদের বিভিন্নভাবে ফাঁদে ফেলে মোটা অংকের টাকা আদায় করে।
এ ব্যাপারে গত রোববার ভুক্তভোগী ব্যবসায়ী আরিফ হোসেন রংপুর মেট্রোপলিটন কোতয়ালি থানায় চাঁদা দাবি, প্রতারণা ও পর্ণোপ্রাফি নিয়ন্ত্রন আইনে মামলা করলে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) স্ব-উদ্যোগে মামলাটি গ্রহণ করে। পিবিআই ওইদিনই প্রতারক চক্রের মোস্তাফিজুর রহমান চঞ্চলকে (৩২) নগরীর গ্র্যান্ড হোটেল মোড় থেকে এবং মুকসেনুল আরেফিন রুবেলকে (৪৯) রাধাবল্লভ এলাকা থেকে গ্রেফতার করেন।
রংপুর পিবিআই’র পুলিশ সুপার এবিএম জাকির হোসেন জানান, মামলাটি তদন্তাধীন রয়েছে এবং অজ্ঞাত আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে। ঘটনার বিষয়ে ওই নারী গত সোমবার বিজ্ঞ আদালতে ১৬৪ ধারায় জবানবন্দী প্রদান করেন।
বিডি প্রতিদিন/হিমেল