ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে মাথায় আঘাতপ্রাপ্ত অবস্থায় নিহত ব্যক্তির নাম আবুল হাসান রনি (৩২)। মঙ্গলবার (১ জুন) দিবাগত রাতে ঢামেকে এসে পরিবারের লোকজন মরদেহ শনাক্ত করেন।
নিহত রনি পরিবারের সঙ্গে এলিফেন্ড রোড স্টাফ কোয়ার্টার থাকতো। নিহতের বাবা আবদুল মতিন ঢাকা মেডিক্যাল হাসপাতালে চাকরি করতেন।
নিহতের বাবা জানান, মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে রনি খাওয়া-দাওয়া করে বাসা থেকে বের হয়ে যায়। তারপর হাসপাতাল থেকে খবর পেয়ে মর্গে গিয়ে ছেলের মরদেহ শনাক্ত করেন। তবে কিভাবে, কেনো, কি কারণে মারা গেছে তা জানেন না।
ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্প ইনচার্জ ইন্সপেক্টর বাচ্চু মিয়া জানান, রনিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা ওই দুই যুবককে এখনো খুঁজে পাইনি। শাহবাগ থানা পুলিশ বিষয়টি দেখছে।
এর আগে, ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক)হাসপাতালে অচেতন অবস্থায় অজ্ঞাত (৪০) এক ব্যক্তির মৃত্যু হয়। মঙ্গলবার (১ জুন) রাত সাড়ে নয়টার দিকে ওই ব্যাক্তিকে দুই জন যুবক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসে। কর্তব্যরত চিকিৎসক ওই ব্যক্তিকে মৃত ঘোষণার পরপরই তাকে উদ্ধার করে নিয়ে আসা ২ যুবককে আর খুঁজে পাচ্ছে না পুলিশ।
বিডি-প্রতিদিন/সিফাত আব্দুল্লাহ