ভয়াবহ নিমতলী ট্র্যাজেডির ১১তম বর্ষপূর্তি আজ ৩ জুন। ২০১০ সালের এই দিনে পুরান ঢাকার নবাবকাটরার নিমতলীতে রাসায়নিক কারখানায় সৃষ্ট অগ্নিকাণ্ডে ১২৪ জন মানুষ অগ্নিদগ্ধ হয়ে মারা যান। সেই অগ্নিকাণ্ডের পর কেটে গেছে ১১ বছর।
নিমতলীর আগুনের ঘটনা ঘটেছিল ২০১০ সালের ৩ জুন। নিমতলীতে সেদিনের আগুনের সূত্রপাত হয়েছিল ৪৩ নবাব কাটারার পাঁচতলা ভবনের নিচতলা থেকে। মুহূর্তেই তা ছড়িয়ে পড়ে আশপাশের ভবনগুলোয়। সেই পাঁচতলা ভবনে এখন একতলা বাড়ানো হয়েছে। মালিকেরা সেই ভবনেই থাকেন।
নিমতলীতে ১২৪ জনের মৃত্যুর ঘটনায় আগুনলাগা ভবনটির সামনে একটি স্মৃতিস্তম্ভ করা হয়েছে। নিমতলী ট্র্যাজেডির ১১ বছর পার হলেও আপনজন ও ঘরবাড়ি হারানো মানুষগুলো এখনো দুঃসহ সেই স্মৃতি ভুলতে পারেননি। এমনকি এই দুর্ঘটনার জন্য দায়ী কাউকেই এখনো আইনের আওতায় আনা যায়নি।
বিডি প্রতিদিন/ফারজানা