১৫ জুন, ২০২১ ১৫:১৭

বাজেট প্রত্যাহারের দাবিতে বরিশালে বিভিন্ন শ্রমিক সংগঠনের মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বাজেট প্রত্যাহারের দাবিতে বরিশালে বিভিন্ন শ্রমিক সংগঠনের মানববন্ধন

জাতীয় সংসদে পেশ করা বাজেট প্রত্যাহার এবং শ্রমজীবী ও পেশাজীবীর পক্ষে স্বাস্থ্য, কৃষি, শিক্ষা, সামাজিক সুরক্ষা, কর্মসংস্থান এবং প্রযুক্তিগত ও জীবনমান উন্নয়নসহ ১২ দফা দাবিতে বরিশালে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বরিশাল ট্রেড ইউনিয়ন কেন্দ্র, জাতীয় নারী শ্রমিক ট্রেড ইউনিয়ন, জেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন, মহানগর দোকান কর্মচারী ইউনিয়ন, মহানগর দর্জি শ্রমিক সংগ্রাম কমিটি, রিক্সা ভ্যান ঠেলাগাড়ি শ্রমিক ইউনিয়ন এবং জেলা বস্তিবাসী ইউনিয়নের ব্যানারে আজ মঙ্গলবার সকাল ১১টায় নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। 

মহানগর দোকান-কর্মচারী ইউনিয়নের সভাপতি স্বপন দত্তের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সভাপতি অ্যাডভোকেট একে আজাদ, আখতার রহমান শপ্রু, কিশোর বালা, তুষার সেন, জ্যোৎস্না রানী ও আলাউদ্দিন মোল্লা প্রমুখ।

বক্তারা তাদের দাবিগুলো মেনে নেয়ার জন্য সরকারের কাছে দাবী জানান। 

বিডি প্রতিদিন/আবু জাফর

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর