‘বাস্তুতন্ত্র পুনরুদ্ধার দশক’ প্রতিপাদ্য নিয়ে বরিশালে আলোচনা সভার মধ্য দিয়ে বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষে আজ মঙ্গলবার সকাল ১১টায় জেলা প্রশাসনের সভা কক্ষে জেলা পরিবেশ দিবস সম্মিলিত উদযাপন পর্ষদের আয়োজনে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার।
বরিশাল পরিবেশ দিবস সম্মিলিত উদযাপন পর্যদের সভাপতি রনজিৎ দত্ত্বের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বরিশাল বিশ্ববিদ্যালয় সহকারী অধ্যাপক সৈয়দ আশিক-ই-ইলাহী, পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক মো. কামরুজ্জামান সরকার, মৎস্য কর্মকর্তা ড. বিমল চন্দ্র দাস এবং এনজিও কর্মকর্তা রফিকুল আলম প্রমুখ।
বিডি প্রতিদিন/আবু জাফর