রাজধানী ঢাকার বিভিন্ন এলাকা থেকে একাধিক মামলার এজাহারভুক্ত পাঁচ কিশোর অপরাধীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মতিঝিল বিভাগ। প্রাথমিকভাবে তাদের নাম-পরিচয় জানা যায়নি।
মঙ্গলবার (২২ জুন) রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) ইফতেখায়রুল ইসলাম রাতে বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, ডিএমপির তালিকাভুক্ত ও একইসঙ্গে বিভিন্ন মামলার এজাহারভুক্ত আসামি পাঁচ কিশোর অপরাধীকে গ্রেফতার করেছে মতিঝিল বিভাগ।
বুধবার (২৩ জুন) সকালে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আ. আহাদ এ বিষয়ে বিস্তারিত জানাবেন।
বিডি প্রতিদিন/আবু জাফর