২৩ জুন, ২০২১ ১৮:২১

গার্ড অব অনারে নারী ইউএনও’র বিকল্প নির্ধারণের সুপারিশের প্রতিবাদে বরিশালে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

গার্ড অব অনারে নারী ইউএনও’র বিকল্প নির্ধারণের সুপারিশের প্রতিবাদে বরিশালে মানববন্ধন

গার্ড অব অনারে নারী ইউএনও’র বিকল্প নির্ধারণের সুপারিশের প্রতিবাদে বরিশালে মানববন্ধন।

মুক্তিযোদ্ধাদের মৃত্যুর পর ‘গার্ড অব অনার’ দেওয়ার ক্ষেত্রে নারী উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) বিকল্প ব্যক্তি নির্ধারণে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের সুপারিশের প্রতিবাদে বরিশালে মানববন্ধন করেছে মহিলা পরিষদ। বুধবার বেলা ১১টায় নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

জেলা মহিলা পরিষদ সভাপতি নারী নেত্রী রাবেয়া বেগমের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন সংগঠনের সহসভাপতি অধ্যাপক শাহ সাজেদা, সাধারণ সম্পাদক পুস্প রানী চক্রবর্তী, টুনু রানী কর্মকার, জেলা গণফোরাম সভাপতি হিরন কুমার দাস মিঠু, জেলা ট্রেড ইউনিয়ন নেতা এ কে আজাদ, উন্নয়ন সংগঠক রনজিৎ দত্ত্ব, সামসুল আলম জুলফিকার ও সাবেক কাউন্সিলর নিগার সুলতানা হনুফা প্রমুখ।

বক্তারা মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের ন্যাক্কারজনক সুপারিশ প্রত্যাখ্যান করেন। ওই সুপারিশ প্রত্যাহারের জন্য সরকারের কাছে দাবি জানান তারা। মানববন্ধন শেষে নারী নেত্রীরা জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর দাবি সংবলিত একটি স্মারকলিপি প্রদান করেন।

বিডি প্রতিদিন/এমআই

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর