রাজধানীর মগবাজার ওয়ারলেস গেট এলাকায় বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে পাঁচজনে দাঁড়িয়েছে। এই ঘটনায় আহত অন্তত অর্ধশতাধিক। এদের মধ্যে গুরুতর আহত ১০ জন।
আজ রবিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ওই বিস্ফোরণের ঘটনা ঘটে। পুলিশ তাৎক্ষণিকভাবে তিনজনের মৃত্যুর কথা জানায়। হাসপাতালে নেয়ার পর অন্য দুজন মারা যান।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বিস্ফোরণে দুটি বাসের যাত্রীরা হতাহত হয়েছেন। অন্তত ৪৮ জনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে পাঠানো হয়েছে। এর মধ্যে বার্ন ইনস্টিটিউটে নেয়া হয় ১২ জনকে।
শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক পাথর শংকর পাল জানান, সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুই ব্যক্তি মারা গেছেন। ভর্তি হওয়া আরও ১০ জনের অবস্থা গুরুতর। তাদের শরীর পোড়া ছাড়াও জখমের চিহ্ন রয়েছে।
এর আগে পুলিশের রমনা বিভাগের উপ-কমিশনার মো. সাজ্জাদুর রহমান বিস্ফোরণে তিনজনের মৃত্যুর খবর নিশ্চিত করেন।
বিডি প্রতিদিন/আরাফাত